নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আসুন ক্লিক করুন Apply Now
Mouvasha Social Development Society (MSDS)

It’s difficult but not impossible to conduct strictly honest business.

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তিক নুমোদিত, এমএসডিএস স্বাস্থ্যসেবা কর্মসূচীর নিরাপদ খাদ ̈ ও পুষ্টি কার্যক্রম/ঝরে পড়া কিশোর কিশোরীর উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম ̄বাস্থবায়নের লক্ষে ̈ রংপুর বিভাগের গাইবান্দা, কুড়িগ্রাম, লালমনিরহাটের প্রতিটি উপজেলা/পৌরসভা/ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ৪জন করে মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহী প্রর্থীকে শিক্ষা কার্যক্রম মে হেলথ অর্গানাইজার ফিল্ড সুপারভাইজার/শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে। ডধপ আউট এডলোসেন্ট মডেল ̄‹ুলে বা ̄Íবায়নের লক্ষে ̈ মাঠ পর্যায়ে কিছু সংখ্যক পুরুষ/ মহিলা নিয়োগ করা হইবে। আগ্রহী প্রার্থীকে নিজ এলাকায় চাকুরী করতে নি¤েœা৩ ঠিকানায় দরখাস্ত পেধরণ করার জন ̈ বলা হইল।

— Mary Smith, happy customer

About Us

What Mouvasha Social Development Socity Do
সাধারণ পরিবারের শিশুরাও যাতে শিক্ষালাভের সুযোগ পায় সে জন্য বিগত কয়েক বছরে সরকারের তরফ থেকে নানা ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। এসব উদ্যোগের মধ্যে প্রাথমিক স্তর থেকে আরম্ভ করে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে টেকস্ট বই বিতরণ, টেকস্ট বইগুলো আরো সহজলভ্য করার জন্য ই-বুকে রূপান্তর, বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধি, মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য স্কুল শিক্ষকদের ধারাবাহিক পেশাগত প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা, শিক্ষায় তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানো, ডিজিটাল কনটেন্ট তৈরি এবং সেগুলো শ্রেণিকক্ষে ব্যবহারের জন্য পদক্ষেপ নেয়া ইত্যাদি উল্লেখযোগ্য। এখন আবার দেশজুড়ে অবস্থিত বিভিন্ন সরকারি টিচার্স ট্রেনিং কলেজে চলছে শিক্ষকদের তৈরি মাল্টিমিডিয়া কনটেন্ট প্রতিযোগিতা- ২০১৩। এ প্রতিযোগিতা চলবে ৩০ মার্চ পর্যন্ত। এর মাধ্যমে সেরা শিক্ষকদের বাছাই করে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ১০ শিক্ষক নির্বাচন করা হবে এবং তাদের পুরস্কৃত করা হবে। এর আগেও পরপর দুই বছর এ ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এবার প্রতিযোগিতার শেষ পর্যায়ে শিক্ষা নিয়ে টেলিভিশনে ২৬ পর্বের রিয়েলিটি শো অনুষ্ঠান সম্প্রচারের পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের। বলার অপেক্ষা রাখে না, শিক্ষকদের প্রয়োজনীয় আইসিটি দক্ষতা অর্জনসহ তাদের একুশ শতকের উপযোগী করে গড়ে তোলা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরির কর্মসূচি বাস্তবায়নের অন্যতম উদ্দেশ্য। এরই মধ্যে দেশের বহু শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে সরকারি উদ্যোগে। দেশের ২৩ হাজার ৩০০ স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে। এসব উদ্যোগের ফলে স্কুলের প্রতি শিক্ষার্থীদের আকর্ষণ ধীরে ধীরে বাড়ছে- এটা সত্য। একই সঙ্গে পাবলিক পরীক্ষায় পাসের হারও বাড়ছে; কিন্তু সরকারের নানামুখী পদক্ষেপ গ্রহণের পরও শিক্ষার্থীদের ঝরে পড়ার হার নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ১২ বছরের শিক্ষায় প্রায় ৬৫ ভাগ শিক্ষার্থী ঝরে পড়ছে।
আমি মৌভাসা হাই স্কুলের প্রধান শিক্ষক পাশাপাশি MSDS যুক্ত থেকে মানুষের সেবা করে যাচ্ছি দীর্ঘদিন । বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা অনেক সমস্যা সাথে কাজ করছি। এম এস ডি এস প্রতিষ্ঠান মূলত সুস্বাস্থ্য ও গণশিক্ষা নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছে।
মো: বাবলুর রহমান (প্রধান ব্যবস্থাপনা পরিচালক এম এস ডি এফ)
আমাদের লক্ষ হলো মানুষের পাশে থাকা তাদের সাথে থেকে কাজ করা ,বিভিন্ন আর্ন্তজাতিক সংস্থার সাথে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে নিজেদের সাহায্যের হাত বাড়াতে হবে ।
এম , এ, আব্দুল জল্লিল ( ব্যাবস্থাপনা পরিচালক এম,এস,ডি,এফ)
সমাজ সেবা আমাদের লক্ষ্য

Contact Us

নিয়োগ করা হচ্ছে
Our address
Divisional Commissioner's Office, Rangpur Home-269 Prime Selaigor 2nd Floor Rangpur, Bangladesh
Get directions
Open hours
ALL TIME
Contact info